সোমবার, ১০ জুন, ২০১৯, ১০:৫৭:২২

যাত্রীকে পিষে হত্যা, বাস চালকের পর কন্ডাক্টরকেও নদীতে ঝাঁপ দিয়ে ধরল পুলিশ

যাত্রীকে পিষে হত্যা, বাস চালকের পর কন্ডাক্টরকেও নদীতে ঝাঁপ দিয়ে ধরল পুলিশ

গাজীপুর : বাস ভাড়া নিয়ে বিতর্কের জেরে গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় বাস থেকে ফেলে এক যাত্রীকে চাকায় পিষ্ট করে হত্যার পর সোমবার ভারতে পালিয়ে যাওয়ার পথে আলম এশিয়া বাসচালককে ময়মনসিংহের ধোবাউড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাসচালকের নাম রোকন উদ্দিন (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার লতিফপুর নয়াপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। সোমবার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার রাত ৮টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে ওই বাসের কন্ডাক্টর মো. আনোয়ার হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানা পুলিশের এসআই আব্দুর রহমান বলেন, রোববার সকালে আলম এশিয়া পরিবহনের এক যাত্রীকে বাস থেকে ফেলে চাকায় পিষ্ট করে হত্যার পর বাসচালক ও সহকারীদের আসামি করে জয়দেবপুর থানায় হত্যা মামলা করা হয়। পরে চালক ও সহযোগীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়। ঘটনার পর বাসচালক রোকন উদ্দিন তার মাকে নিয়ে ময়মনসিংহের ধোবাউরা ও হালুয়াঘাট থানার সীমান্ত এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নেয়। পরে সোমবার দুপুরে ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোকন উদ্দিন কংস নদীতে ঝাঁপ দেয়। পুলিশও তখন কংস নদীতে ঝাঁপ দিয়ে তাকে গ্রেফতার করে। তার মা কৌশলে আত্মগোপন করে পালিয়ে যান। যাত্রী সালাহ উদ্দিন হত্যার ঘটনায় জড়িত বাসের অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

নিহত বাস যাত্রী সালাহ উদ্দিন (৩৫) স্থানীয় আতাউর রহমান মেম্বার বাড়িতে ভাড়া থেকে স্কটেক্স অ্যাপারেল নামের পোশাক কারখানার গাড়ি চালাতেন। তিনি ঢাকার আলুবাজার এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে।

এদিকে বাসচালককে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে সোমবার রাত ৮টার দিকে শেরপুরের নালিতাবাড়ী থেকে কন্ডাক্টর আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে