মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ১০:১০:৪১

প্রধানমন্ত্রী সড়কের আইন করেছেন কাউকে শাস্তি দিতে নয়: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রী সড়কের আইন করেছেন কাউকে শাস্তি দিতে নয়: সেতুমন্ত্রী

গাজীপুর থেকে : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্মঘট করে মানুষকে ক'ষ্ট দেবেন না। সড়ক পরিবহন আইন মেনে চলুন। 

তিনি বলেন, এ আইন কারো ক্ষতি করবে না। জনস্বার্থে এ আইন করা হয়েছে। সড়কের যে আইন হয়েছে সে জন্য আমি পরিবহন মালিক, শ্রমিক, ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো আইনটি মেনে চলুন। 

ওবায়দুল কাদের বলেন, শুধু জনগণের স্বার্থে, আপনাদের নিজের স্বার্থে সড়কে আজ শৃংখলা দরকার। এ আইন সড়কের শৃংখলার জন্য, কাউকে শাস্তি দেয়ার জন্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কের আইন করেছেন কাউকে শা'স্তি দিতে নয়। আইনের প্রয়োগ বাড়াবাড়ি হবে না। 

তিনি মঙ্গলবার বিকেলে গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ।

নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখুন। তৃণমূলে আপনাদেরকে এক থাকতে হবে। কমিটি করতে গিয়ে পকেট কমিটি করবেন না। দুঃসময়ের ত্যাগীদের অগ্রাধিকার দিতে হবে। অনুপ্রবেশকারী ক্লিন ইমেজের লোক আওয়ামী লীগে অবশ্যই স্বাগত জানাবো কিন্তু দূ'ষি'ত র'ক্ত আমাদের দরকার নেই।
 
তিনি বলেন, পিয়াজের দাম কমে যাচ্ছে। পিয়াজের দাম এখন নিয়ন্ত্রণে এসে যাচ্ছে। কয়েক দিনের মধ্যে পিয়াজের মূল্য স্বাভাবিক হবে। বিএনপির আর কোন ইস্যু নেই। বিএনপির এখন বেলা শেষ। শেষ বেলায় বিএনপির নেতারা ইস্যু খুঁজে বেড়াচ্ছে। একটার পর একটা ইস্যু খুঁজে বেড়াচ্ছে। বিএনপির হাতে আমরা কোন ইস্যু দেব না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে