রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ১২:২১:০৬

চট্টলা এক্সপ্রেসে আ'গুন, আধা ঘণ্টার চেষ্টায় আ'গুন নিয়ন্ত্রণে

চট্টলা এক্সপ্রেসে আ'গুন, আধা ঘণ্টার চেষ্টায় আ'গুন নিয়ন্ত্রণে

গাজীপুর থেকে : গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অ'গ্নিকা'ণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকামুখী ছিল। তবে কোনো হ'তাহ'তের ঘটনা ঘটেনি।

স্টেশন ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছে'ড়ে আসা ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিকাল চারটার দিকে এসে চার নম্বর লাইনে দাঁড়ায়। এর দুই থেকে তিন মিনিট পরেই হঠাৎ ট্রেনের সামনে থাকা ইঞ্জিন থেকে ধোঁ'য়া বের হতে থাকে। 

এতে স্টেশনে থাকা লোকজন ও যাত্রীদের মাঝে হ'ইচ'ই শুরু হয়। দ্রু'ত অ'গ্নি নির্বা'পণে কাজ শুরু করে স্টেশনে থাকা ট্রেনের লোকজন। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘট'নাস্থলে আসে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আ'গুন নিয়'ন্ত্রণে আনেন তারা।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা গিয়ে দেখি আ'গুন অনেকটাই নিয়'ন্ত্র'ণে। পরে আমাদের সঙ্গে থাকা একটি ইউনিট থেকে পানি দিয়ে আ'গুন পুরোপুরি নির্বাপণ করা হয়। আ'গুনের সূত্রপাত ইঞ্জিনের ব্যাটারি থেকে। তবে তৎক্ষণাৎ আ'গুন নিয়'ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষ'তি হয়নি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে