শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০, ০৯:২২:৩৫

কাপাসিয়ায় চার শহীদের গ'ণকব'র সংরক্ষণে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

কাপাসিয়ায় চার শহীদের গ'ণকব'র সংরক্ষণে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া সদরের বরুন গ্রামে সমাহিত চার শহীদের গ'ণকব'র সংরক্ষণে উপজেলা পরিষদ বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন। ৫ জানুয়ারি রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোসা : ইসমত আরা’র নেতৃত্বে শহীদদের সমা'ধিস্থ'ল পরিদর্শণ করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও এলাকাবাসির তথ্য থেকে জানা যায়, ১৯৭১ সালের মহান স্বাধীণতা যু'দ্ধ চলাকালীন আগস্ট মাসের কোন এক সময় স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকিস্তানী হা'নাদার বাহিনী বরুন গ্রামের হিন্দু পরিবারের চার সদস্যকে গু'লি করে হ'ত্যার পর আগুনে পো'ড়ায়। তাদের মৃ'ত্যু নিশ্চিত করে পাকবাহিনী চলে যাবার পর স্থানীয় ইসমাইল ভূঁইয়া, রহমত আলী ও সূর্যাকান্ত অন্যান্যদের সহযোগিতায় অধর চন্দ্র দাস ও তার পুত্র অনিল চন্দ্র দাস, সত্যানন্দ দাস ও তার ভাই নিত্যানন্দ দাসের ঝল'সে যাওয়া লা'শ মাটিচাপা দেয়। স্বাধীনতা পরবর্তী দীর্ঘদিন তাদের গণ'ক'বর অবহেলা ও অযত্নে পড়ে থাকলেও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সরোজ কুমার নাথ ও আনিসুর রহমান তা সংরক্ষণের উদ্যোগ গ্রহন করেন। 

উপজেলা সদর ইউনিয়নের বরুন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে গ'ণক'বরটি তাদের বাড়ি সংলগ্ন বাঁশ ঝাড়ের নীচে অবস্থিত। গত ৩/৪ বছর আগে প্রথম দ'ফায় ইটের দেয়াল দিয়ে ঘেরাও করা হয়। ওই সময়  তাতে শহীদদের পরিচিতি নামফলক লাগানো হলেও রাতের অ'ন্ধকারে কে বা কারা তা ন'ষ্ট করে ফেলে। 

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা জানান, গ'ণকব'র সম্পর্কে আগে জানা ছিল না। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রোববার দুপুরে তা সরেজমিনে পরিদর্শণ করেছেন। তরগাঁওয়ের আরেকটি গ'ণকব'রসহ তা সংরক্ষণ ও সংস্কারের জন্য ইতিমধ্যে এলজিইডি’র আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত বরুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন চন্দ্র দাস, উপজেলা মহিলা সংস্থার সমন্বয়কারী এমরান, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, এফ এম কামাল হোসেন, শাকিল হাসান, শিক্ষক মতিউর রহমান প্রমূখ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে