শুক্রবার, ১৫ মে, ২০২০, ০১:২৯:৪৬

একদিনেই গাজীপুরে ১২৯ করোনা রোগী সনা'ক্ত

একদিনেই গাজীপুরে ১২৯ করোনা রোগী সনা'ক্ত

গাজীপুর: গাজীপুরে করোনাভাইরাস শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার একদিনেই ১২৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে বাসন থানার ১৪ পুলিশ ও ১০ গার্মেন্ট শ্রমিক রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রা'ন্ত হয়েছেন ৪৯৬ জন। করোনা সং'ক্রমণের এ ধারায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বত্র।

গাজীপুরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৪৬৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার পাওয়া পরীক্ষার প্রতিবেদনে ১২৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রা'ন্তদের মধ্যে মহানগরী ও সদর উপজেলায় ৭০ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ৩২ জন, কালিয়াকৈরে ১১ জন, কালীগঞ্জে ১০ জন, কাপাসিয়ায় তিনজন ও শ্রীপুরে তিনজন রয়েছেন।

সূত্র জানায়, গাজীপুর সদর ও মহানগরীতে আক্রা'ন্তদের মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ১৭ সদস্য রয়েছেন। তাদের মধ্যে বাসন থানার চারজন এএসআইসহ ১৪ জন রয়েছেন। অন্য তিনজন জিএমপি হেডকোর্য়াটারে কর্মরত। এছাড়াও রয়েছেন ১০জন গার্মেন্ট শ্রমিক। 

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন জানান, আক্রা'ন্ত সকলকে চিহ্নিত করে উপসর্গ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, আক্রা'ন্ত পুলিশ সদস্যদের একটি আবাসিক হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে কাপাসিয়া উপজেলার এক করোনা আক্রা'ন্ত রোগী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা আক্তার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে