বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ০২:২৫:৪৮

ব্যাংকে বো'মা নিয়ে প্রবেশ করে ম্যানেজারকে জি'ম্মি করে টাকা 'লুটের চেষ্টা

ব্যাংকে বো'মা নিয়ে প্রবেশ করে ম্যানেজারকে জি'ম্মি করে টাকা 'লুটের চেষ্টা

গাজীপুর: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় ব্যাংকে বো'মা নিয়ে প্রবেশ করে ম্যানেজারকে জি'ম্মি করে টাকা 'লুটের চেষ্টার ঘ'ট'নায় থানায় মা'মলা হয়েছে। ব্যাংকের ম্যানেজার এম ফরিদ আহমদ বাদী হয়ে স'ন্ত্রা'সবিরো'ধী আইনে বুধবার রাতে বাসন থানায় মা'মলাটি দা'য়ের করেন।

বৃহস্পতিবার সকালে বাসন থানার পুলিশ এ ঘ'ট'নায় গ্রে'ফতার যুবক আবু সিদ্দিককে গাজীপুর আদালতে পাঠিয়েছে। আদালতে ওই আসা'মির সাত দিনের রি'মা'ন্ড চাইবেন বলে জানিয়েছে পুলিশ।

আট'ক আবু বকর (৩২) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বিশারীঘাটা এলাকার মৃ'ত সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোর্ড বাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকুরিচ্যু'ত শ্রমিক। বোর্ড বাজারের বটতলা এলাকায় বসবাস করেন তিনি। বুধবার রতে ওই যুবকের বোর্ড বাজারের বাসায় ত'ল্লাশি চালায় পুলিশ।

এদিকে বুধবার বিকালে প্রাইম ব্যাংকে বো'মা নিয়ে প্রবেশ করার পর বিকেলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা উপস্থি'ত হয়ে বো'মাটি নি'ষ্ক্রি'য় করেন। তখন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন তিনটি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইস (আইইডি) তৈরি করা হয়। এটিকে পাইপ বো'মা বলা হয়ে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে