রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৬:০১

কাপাসিয়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত

কাপাসিয়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ ‘এক বিলিয়ন পর্যটক এক বিলিয়ন সম্ভাবনা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ার রূপনগর পালকি কমিউনিটি সেন্টারের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর রোববার বিকেলে  বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

উপজেলার টোক- কাপাসিয়া সড়কের তরগাঁওস্থ রূপনগর পালকি কমিউনিটি সেন্টারের সত্বাধিকারী নাজমূল করিম আনছারীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল আমীন সিকদার, মন্জুরুল হক, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বাংলঅদেশ কৃষক সমিতির নেতা কমরেড আলতাফ হোসেন প্রমূখ। উল্লেখ, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডাব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর দিবসটি সারা বিশ্বে পালিত হয়ে আসছে। এ সংস্থা বিশ্বব্যাপী পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও প্রসারের মাধ্যমে বিভিন্ন দেশে অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আয়ে বিশেষ অবদান রাখে।  
২৭ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে