বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৩৬:০৯

মাদক ব্যবসা বন্ধ করাতে টুপি- তসবিহ উপহার দিলেন ওসি

মাদক ব্যবসা বন্ধ করাতে টুপি- তসবিহ উপহার দিলেন ওসি

গোপালগঞ্জ:  মাদক গ্রহণ ও মাদক ব্যবসা বন্ধে অনুপ্রাণিত করার জন্য এক অভিযুক্তকে টুপি ও তসবিহ উপহার দিলেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান। বুধবার (১৩ ফেব্রুয়ারি)  দুপুরে কাশিয়ানী থানায় ওসির কক্ষে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীকে টুপি পরিয়ে দিয়ে তার হাতে ও তসবিহ তুলে দেওয়া হয়। মাদকসেবী ও মাদকের কারবারি মো. আব্দুল জলিল পুলিশের কাছে বলেছে, সে আর মাদক সেবনও করবে না, মাদকের ব্যবসাও করবে না। সৎ পথে উপার্জন করা অর্থে জীবনযাপন করবে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমানের ভাষ্য, কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামের মো. রিজাউল মোল্যার ছেলে মো. আব্দুল জলিল মোল্যা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিল। পুলিশ তাকে গ্রেফতারের জন্য চেষ্টা করে। কিন্তু মাদক কারবারি মো. আব্দুল জলিল মোল্যা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এক পর্যায়ে  ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মো. সিরাজুল কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমানকে কথা দেন মাদক কারবারি মো. জলিল মোল্যাকে পুলিশে সোপর্দ করবেন।

সেই অনুযায়ী বুধবার সকালে জলিলকে কাশিয়ানী থানায় নিয়ে আসেন তিনি। মাদকসেবী মো. আব্দুল জলিলকে ‘অন্ধকার জগৎ থেকে আলোর পথে’ নিয়ে আসার জন্য কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান  ওই মাদক কারবারিকে টুপি পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শরীফ সোহরাফ হোসেন, উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের রেজিস্টার রানা হামিদুর রহমান, কাশিয়ানী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিকাইল মিয়া, আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম সিরাজ, কমিনিউটি পুলিশিং কমিটির আহ্বায়ক শেখ আব্দুল অদুত, বাবলু মাস্টার প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে