শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ১০:০০:২৩

ফেসবুকে ‘কটূক্তি’ করায় হেফাজত কর্মী গ্রেফতার

ফেসবুকে ‘কটূক্তি’ করায় হেফাজত কর্মী গ্রেফতার

রাঙামাটি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারসহ বিভিন্ন ব্যক্তি ও দলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় নানিয়ারচরে আব্দুর রহমান নামে হেফাজতে ইসলামের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলাধীন  ৩ নম্বর বুড়িঘাট এলাকার ১৭ নম্বর টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর লতিফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কিছু দিন ধরে আব্দুর রহমান তার ফেসবুকে সরকারবিরোধী, মন্ত্রীদের নামে, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, র‌্যাব, বিজিবি নিয়ে নানা ধরনের কটূক্তিকর মন্তব্য এবং রাষ্ট্রদোহী কথাবার্তা দিয়ে স্ট্যাটাস দিয়ে আসছে।

তিনি আরো জানান, গত ২৩ অক্টোবর উপজেলা ছাত্রলীগ নানিয়ারচর থানায় এ ব্যাপারে প্রমাণ সাপেক্ষে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে পুলিশ তাকে খুঁজতে থাকে। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। -বাংলিা ট্রিবিউন।
১৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে