রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ০২:৫৪:৪৯

চাঁপাইনবাবগঞ্জে ৫টি পিস্তল, ৮টি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ৫টি পিস্তল, ৮টি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লসমনপুর কামাদপাড়া এলাকায় দ্বিতীয় দিনের মত অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ তহুরুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি শিবগঞ্জের সীমান্তবর্তী কিরনগঞ্জ এলাকার পারুল ইসলামের ছেলে।

গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীর অবৈধ আগ্নেয়াস্ত্রসহ লসমনপুর কামাদপাড়া এলাকায় অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সব অস্ত্র,ম্যাগজিন,গুলিসহ তহুরুলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহী’র মোল্লাপাড়া ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন অভিযানে নেতৃত্ত দেন।

র‌্যাবের এক প্রেসনোটে ঘটনাটি জানানো হয়েছে। র‌্যাব জানায়, গ্রেপ্তার তহুরুল ইসলাম একজন অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ এই ব্যবসায় জড়িত বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন গত শুক্রবার দুপুরে একই এলাকা থেকে ৩টি পিস্তল,৪ ম্যাগজিন, ১০রাউন্ড গুলিসহ আরজেদ আলী (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। ফলে পরপর দুইদিনে একই এলাকায় দুই পৃথক অভিযানে অবৈধ ৫টি পিস্তল,৮টি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করল র‌্যাব।   
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে