শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ০৪:০৭:৪৪

চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পাঁচটি উপজেলার ২ লক্ষ ৮০৯ জন শিশুকে উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় জেলা আধুনিক সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে আনন্দঘন পরিবেশে একটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান।

সিভিল সার্জন কাজী শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. জসিমুদ্দিন,প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নুরুন নাহার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দিন,স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. আব্দুর রহমান,সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আয়েশা জুলেখা,চাঁপাইনবাবগঞ্জে ইউনিসেফ পূষ্টি বিশেষজ্ঞ ডা.আবু সায়েম সহ সংশ্লিস্টরা। অনুষ্ঠানে জেলা প্রশাসক এই ক্যাম্পেইনের গুরুত্ব ও পরিসর তুলে ধরেন।

সিভিল সার্জন জানান, সমগ্র জেলায় দিনব্যাপী ক্যাম্পেইনে শতভাগ লক্ষ্য অর্জনের জন্য ভ্রাম্যমানসহ ১ হাজার ২৫৯ টি কেন্দ্রে স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবকসহ ৩৭৬২ জনকে নিয়োজিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব বলেন, চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক সংকট দূর করা সহ স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে