বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৬:১৮

মির্জা ফখরুল এখন রাজনীতি ছেড়ে জ্যোতিষী হয়েছেন : কাদের

মির্জা ফখরুল এখন রাজনীতি ছেড়ে জ্যোতিষী হয়েছেন : কাদের

নিউজ ডেস্ক : মির্জা ফখরুল এখন রাজনীতি ছেড়ে জ্যোতিষী হয়েছেন, তার রাজনীতি এখন জ্যোতির্বিদ্যা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম সংলগ্ন বিজয় স্তম্ভ চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনে আওয়ামী লীগের আসনপ্রাপ্তি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ভবিষ্যৎবাণীর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘এসব জ্যোতির্বিদ্যা জাহির করবেন না, আল্লাহ অসন্তুষ্ট হবেন। আমরা কত সিট পাবো তা আল্লাহ জানেন আর জনগণ জানে।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন,‘বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তাদের কাজ হলো প্রেসব্রিফিং করে নালিশ করা। তারা বড় জনসভাও করতে পারে না। তাদের কোনও আন্দোলন নেই, তারা আন্দোলন করতে জানে না। এ বছর না,ও বছর,আপনাদের আন্দোলন হবে কোনও বছর?’

জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সামনে নির্বাচন,দলকে ঐক্যবদ্ধ রাখুন। নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে, সুস্থ প্রতিযোগিতা করুন, অসুস্থ প্রতিযোগিতা করবেন না। জণগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তিকে শেখ হাসিনা মনোনয়ন দেবেন।’

দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের পরামর্শ দিয়ে কাদের বলেন, ‘মৌসুমী অতিথি পাখিরা ক্ষমতা চলে গেলে চলে যাবে, তাদের খুঁজে পাওয়া যাবে না। বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ করুন। আগামী নির্বাচনে নতুন ভোটার, তরুণ ও নারীরা আওয়ামী লীগের বিজয়ের হাতিয়ার।’

পরে মন্ত্রী কুড়িগ্রাম স্টেডিয়াম প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন। প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে