রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮, ১১:২২:৫০

স্বপ্নের পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানো সম্পন্ন

স্বপ্নের পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানো সম্পন্ন

নিউজ ডেস্ক: বসানো হলো স্বপ্নের পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান। রোববার সকালে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শেষ হয়।

শনিবার পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কথা থাকলেও গভীরতা ও স্রোতের তীব্র চাপের কারণে তা সম্ভব হয়নি।

পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন গতকাল জানিয়েছিলেন, ৩৮ ও ৩৯ পিলারের মাঝখানে অধিক গভীরতা ও স্রোতের কারণে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনটি বার বার চেষ্টা করেও পিলারের কাছে মুভ করতে পারছে না। তাই কিছুটা সমস্যা হচ্ছে। তবে স্প্যানটি বসানোর জন্য চেষ্টা করা হচ্ছে।

৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর বসানোর জন্য সামান্য দূরে রাখা হয় ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি। এর আগে স্প্যান বসানোর আনুসঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছে।

এর আগে শনিবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর তোড়জোড়। স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর পিয়ারের মাঝামাঝি নিয়ে আসা হয়। ৩৫ নম্বর পিয়ার এলাকা থেকে ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ জাহাজের ক্রেনে করে স্প্যানটি নিয়ে যাওয়া হয় ৩৮ ও ৩৯ নম্বর পিয়ার এলাকায়।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।

পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় গেলো ৩০ সেপ্টেম্বর। জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে বসানো হয় ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে