মঙ্গলবার, ০৩ এপ্রিল, ২০১৮, ০৩:০৫:৪৪

মঠবাড়িয়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মঠবাড়িয়ায় দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মঠবাড়িয়া: পিরোজপুরের মঠবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার হলে  মোবাইল ফোনসেট ব্যবহারের দায়ে শাহীন মিয়া ও সম্রাট হাওলাদার নামের দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী শাহীন মঠবাড়িয়ার তুষখালী কলেজ ও সম্রাট পার্শ্ববর্তী ভাণ্ডারিয়ার আতরখালী মানিক মিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ওই দুই পরীক্ষার্থীর কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট জব্দ করেন। পরে অভিযুক্ত দুই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে মোবাইল ফোনসেট ব্যবহারের দায়ে বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, ওই একই কেন্দ্রে গতকাল সোমবার পরীক্ষার্থীর উত্তরপত্রে সহায়তার দায়ে মো. ফারুক আহম্মেদ নামের  এক কলেজ শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা  অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন মঠবাড়িয়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার।

পাবলিক পরীক্ষা অপরাধ ১৯৮০ এর ৯ ধারায় কক্ষ পরিদর্শক প্রভাষক দোষী সাব্যস্ত হলে তাকে এ দণ্ডাদেশ  দেওয়া হয়।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে