শুক্রবার, ২৫ মে, ২০১৮, ০৮:৫২:১৫

অনৈতিক কাজের অভিযোগে প্রধান শিক্ষক ও ছাত্রের মা আটক

অনৈতিক কাজের অভিযোগে প্রধান শিক্ষক ও ছাত্রের মা আটক

ডুমুরিয়া (খুলনা): অনৈতিক কাজের অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া কিশলয় বিদ্যানিকেতনের প্রধানশিক্ষক নাহিদুল ইসলাম ও তার এক ছাত্রের মাকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। বর্তমানে থানা হাজতে রয়েছেন দুজন। বৃহস্পতিবার গভীর রাতে এক ছাত্রের বাড়ি থেকে শিক্ষক নাহিদুলকে এলাকাবাসী হাতে নাতে ধরে পুলিশে দেয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামের সেলিম সরদারের ছেলে রাহুল গুটুদিয়া কিশলয় বিদ্যানিকেতনে ১ম শ্রেণিতে পড়ে। রাহুলের বাবা সেলিম সরদার ৪ বছর ধরে মালয়েশিয়ায় থাকেন। বৃহস্পতিবার রাতে শিক্ষক নাহিদ সেলিমের স্ত্রী রোমা (২৫) এর ঘরে অবস্থান করেন। 

ঐ সময় রোমার ভাসুর আলাউদ্দিন বাইরে থেকে দরজা আটকে দিয়ে লোকজন খবর দেয়। তখন উপস্থিত লোকজন নাহিদকে ঘর থেকে বের করে উত্তম মাধ্যম দেয়। গভীর রাত পর্যন্ত চলে এ নিয়ে টানা হেঁচড়া। থানা পুলিশ খবর পেয়ে সে রাতেই রোমা ও নাহিদকে থানায় নিয়ে যায়।

তবে অনৈতিক সম্পর্কের কথা অস্বীকার করে অভিযুক্ত রোমা বলেন আমার ছেলে শিক্ষক নাহিদুল ইসলামের কাছে পড়তো। স্কুল রমজানের ছুটিতে রাহুলের আর পড়া হচ্ছিল না। তাই পড়ালেখার খবর জানাতে আমি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান শিক্ষক নাহিদকে ফোন করে বাড়ি ডেকে আনি। ভাসুরের সাথে আমার পূর্ববিরোধ আছে। ঘটনাটা সম্পূর্ণ পরিকল্পিত।

এ বিষয়ে কিশলয় বিদ্যা নিকেতনের পরিচালক পিন্টু কুমার বিশ্বাস বলেন, বিদ্যালয়ের সুষ্টু পরিবেশ বজায় রাখতে শিক্ষক নাহিদুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ হাবিল হোসেন জানান, এ ব্যাপারে কেউ মামলা করতে রাজি হচ্ছে না। তাই আপাতত: ৫৪ ধারায় উভয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে