মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:২০:৪১

৫০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের জোড়া মূর্তি উদ্ধার

 ৫০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের জোড়া মূর্তি উদ্ধার

রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে ৫০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের জোড়া মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বহরপুর রেলস্টেশন এলাকা থেকে এ জোড়া মূর্তিটি উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, রোববার রাত সাড়ে ৩টার দিকে বহরপুর রেলস্টেশনসংলগ্ন রাস্তায় মূর্তিটি ক্রয়-বিক্রয় বা পাচারের উদ্দেশ্যে কয়েকজন পাচারকারী অবস্থান করছিল। গোপনে এ খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিমের নেতৃত্বে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, ওই বস্তা থেকে ৪৫ কেজি ওজনের এক জোড়া কষ্টিপাথরের লক্ষ্মী নারায়ণের মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।

মুর্তি জোড়াটি প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তরের জন্য পত্রের মাধ্যমে আবেদন করা হবে বলেও জানান আসমা সিদ্দিকা মিলি।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভূইয়া, জিয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে