বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ০৪:৪৬:৫০

'নৌকার মাঝি এলাকায়, ধানচাষি ঢাকায়'

'নৌকার মাঝি এলাকায়, ধানচাষি ঢাকায়'

লাকসাম (কুমিল্লা) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সাংসদ মো. তাজুল ইসলাম, বিএনপি প্রার্থী সাবেক সাংসদ কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম। এলাকার হোটেল-রেস্তোরাঁয় চলছে আলোচনার ঝড়। ভোটারদের নজর বড় দুই দলের দিকে। তারা আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর ভোটের হিসাব-নিকাশ করছেন। আর বিশ্লেষণ করছেন প্রার্থীদের অতীত কর্মকাণ্ড। এ ছাড়া, চলছে নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে নানা রকম কথা।

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে এলাকায় প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ প্রার্থী সাংসদ মো. তাজুল ইসলাম। তিনি সভা-সমাবেশ ও গণসংযোগ করছেন এলাকায়। কুশলবিনিময় করে নৌকা প্রতীকে ভোট চাইছেন ভোটারদের কাছে। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে প্রার্থীর ছবিসংবলিত নৌকা প্রতীকের পোস্টার। ফলে নেতাকর্মীরাও রয়েছেন বেশ খোশমেজাজে। তারাও এলাকার ভোটারদের বাড়ি-ঘরে গিয়ে ভোট চাইছেন।

এদিকে বিএনপি প্রার্থী সাবেক সাংসদ কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দিয়েই চলে যান ঢাকায়। আজ বুধবার পর্যন্ত তিনি এলাকায় আসেননি। প্রতীক বরাদ্দের পরও পোস্টার কিংবা মাইকিং সহ কোনো ধরনের প্রচারণা নাই দলটির। এ ছাড়া, বিএনপি প্রার্থী বা নেতাকর্মীদের এলাকায় প্রচারণায় নামতে না দেখে ভোটারদের মাঝে চলছে নানারকম আলোচনা।

আজ লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারের রীনা হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় দুপুরের খাবার খাচ্ছেন অনেকে। বিভিন্ন শ্রেণি-পেশার লোক। হোটেলভর্তি লোকজন। কেউ ভাত খাচ্ছেন। আবার কেউ খাচ্ছেন চা-নাশতা। খাওয়ার ফাঁকে চলছে ভোটের আলোচনা। প্রার্থী ও ভোটের হিসাব নিয়ে নানারকম মন্তব্য।

হোটেলের একটি টেবিলে বসে বাজারের তিন ক্ষুদ্র ব্যবসায়ী ভাত খাচ্ছেন। পাশের টেবিলে বসে নাশতা খাচ্ছেন কামাল উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ী। মনির হোসেন নামে এক তরকারি ব্যবসায়ী বললেন, এবারের নির্বাচনে বিএনপি অংশ নেওয়ায় নির্বাচন বেশ ভালো জমবে। আহসান উল্লাহ নামে অপর এক ফল ব্যবসায়ী বলেন, ভালো-মন্দ নির্ভর করছে শান্তিপূর্ণ পরিবেশ ও সুষ্ঠু ভোট প্রদানের ওপর। এ সময় গোলাপ হোসেন নামে অপর এক মুড়ি ব্যবসায়ী বলেন, আ-রে ভাই ক্যামনে জমবে নির্বাচন। বিএনপির প্রার্থী তো এলাকায়-ই আসেননি, তিনি এখনও ঢাকায়। তাৎক্ষণিক পাশের টেবিলে বসা কামাল উদ্দিন বলে উঠলেন- নৌকার মাঝি এলাকায়, ধানচাষি ঢাকায়।-কালের কণ্ঠ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে