বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৩:৪১

১২ বছর পর নির্বাচনী এলাকায় বাবরের স্ত্রী

১২ বছর পর নির্বাচনী এলাকায় বাবরের স্ত্রী

নেত্রকোনা: ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান দীর্ঘ প্রায় ১২ বছর পর আজ নিজ এলাকায় এসেছেন।

বাবরের স্ত্রী এবার নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী। নেতাকর্মীরা দীর্ঘদিন পর তাকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।  উপজেলার বটতলা থেকে মদন সদর পর্যন্ত রাস্তা দুপাশে দাঁড়িয়ে ৬-৭ হাজার বিএনপি সমর্থকরা স্বাগত জানান।

এর আগে তিনি মদনপুর শাহ সুলতান কমর উদ্দিন (রা.) মাজার জিয়ারত করে এলাকায় আসার পথে আটপাড়া উপজেলার তেলিগাতি নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগ সমর্থকরা তার গাড়ি গতিরোধ করে।

পরে একটি কর্মিসভায় তাহমিনা জামান একটি সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের দাবি করেন। এ সময় তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের ভোটে আমি বিজয়ী হব এবং স্বামীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে