রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৫:৩১:৪৮

হামলা ভাঙচুরের প্রতিকারে বাসা থেকে কাঁথা-বালিশ এনে রির্টানিং কর্মকতার অফিসে অবস্থান লতিফ সিদ্দিকীর

হামলা ভাঙচুরের প্রতিকারে বাসা থেকে কাঁথা-বালিশ এনে রির্টানিং কর্মকতার অফিসে অবস্থান লতিফ সিদ্দিকীর

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের কালিহাতীতে নিজ আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্বতন্ত্র প্রাথী লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলা ভাঙচুর করা হয়েছে।

আজ রবিবার ১৬ ডিসেম্বর সকালে কালিহাতী উপজেলার গোহালিয়া ইউনিয়নের সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

এর প্রতিকার চেয়ে দুপুর ২টার দিক থেকে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকতার অফিসের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। এক পর্যায়ে বাসা থেকে কাঁথা-বালিশ এনে, সেখানে শুয়ে পরেন তিনি।

হামলার বিষয়ে লতিফ সিদ্দিকী দাবি করেন, সকালে কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খানের ইন্দনে তার গাড়িবহরে হামলা করে। এতে তার ব্যক্তিগত গাড়িসহ আরো তিনটি গাড়ি ভাংচুর করা হয়। এসময় ইট পাটকেলের আঘাতে তার কয়েকজন নেতা-কর্মী আহত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে