বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ০৮:৩৪:০৬

বিএনপিকে ভোট বর্জনের পরামর্শ এ্যানির

বিএনপিকে ভোট বর্জনের পরামর্শ এ্যানির

লক্ষ্মীপুর: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ফাইল ছবি)লক্ষ্মীপুরে নির্বাচনের কোনও পরিবেশ নেই অভিযোগ করে বিএনপি ও ঐক্যফ্রন্টকে নির্বাচন বর্জনের পরামর্শ দিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন করার কোনও পরিবেশ আমার নির্বাচনি এলাকায় নেই। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় শাসক দলের পেটোয়া বাহিনী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রচারের শেষ দিনেও আমি গণসংযোগ করতে পারিনি।’ বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রার্থী বলেন, ‘বিএনপি যদি ভোট বর্জন করে, তাহলে আমি স্বাগত জানাবো। আমার পরামর্শ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিকে জানিয়েছি।’
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেন, ‘আমাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। মামলা দিচ্ছে। যারা হামলা করছে তাদের গ্রেফতার করা হচ্ছে না। উল্টো বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক আমার ফোন ধরছেন না। পুলিশের পক্ষ থেকে আমাকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। এই অবস্থায় ভোট বর্জন ছাড়া আর কী করা যেতে পারে?’

এ্যানি আরও অভিযোগ করেন, ‘নির্বাচন পরিচালনা কমিটিকে বলেছি, নির্বাচন করার মতো কোনও পরিবেশ নেই। দেশবাসী এটা দেখছে। নির্বাচন বর্জন করলেও যা হবে, না করলেও তাই হবে।’ তিনি বলেন, ‘ তবে পার্টি যদি নির্বাচন বর্জন না করার সিদ্ধান্ত নেয়, যদি মনে করে আমাদের থাকতে হবে, তবে আমি নির্বাচনে থাকবো। রক্তাক্ত হয়ে, হামলার শিকার হয়েও থাকবো।’

গত সোমবার গণসংযোগের সময় সদর উপজেলার শান্তিরহাট বাজার এলাকায় শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় তিন সাংবাদিক, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ৩০ জন আহত হন।

এদিকে, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার পাল দাবি করেন, ‘বিএনপি প্রার্থী নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমার কাছে যেসব বিষয়ে সহযোগিতা চেয়েছেন, আমি সবসময় তা করেছি। আমি উনার কলও রিসিভ করেছি। কখনও ফোন রিসিভ করতে না পারলে ব্যাক করেছি। উনার অভিযোগগুলো সত্য নয়।’
সূ্ত্র: বাংলা ট্রিবিউন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে