শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:৫৮:১৯

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শেখ আবদুল্লাহ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শেখ আবদুল্লাহ

ফেনী: একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে অবশেষে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আবদুল্লাহ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফেনী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মহোদয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে নৌকা মার্কাকে সমর্থন জানিয়ে সরে যেতে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে আমি ফেনী জেলা আওয়ামী লীগের নির্দেশে দেশ ও জাতির স্বর্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার করছি।

জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এ আসনে মহাজোট থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পান জাসদের (ইনু) কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ শিরীন আখতার। এ আসনে দীর্ঘদিন দল গুছিয়েও দলীয় মনোনয়ন বঞ্চিত হন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ। পরে নির্বাচন থেকে খায়রুল বাশার তপন সরে গেলেও সতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীক নিয়ে সরব থাকেন শেখ আবদুল্লাহ। আওয়ামী লীগ নেতা-কর্মীরা আপেলের পক্ষে গণজোয়ার তৈরি করেন।

তবে গত এক সাপ্তাহ ধরে শেখ আবদুল্লাহ নির্বাচন থেকে সরে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখাও করেন তিনি। কিন্তু তাঁর মুখ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, এ আসনে জাসদ নেত্রী শিরীন আখতার (নৌকা) ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুসহ (ধানের শীষ) ৮ জন প্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে