শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮, ১০:৩০:০০

জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল যে কেন্দ্রে ভোট দেবেন মাশরাফি

জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল যে কেন্দ্রে ভোট দেবেন মাশরাফি

নড়াইল: জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ভোট দেবেন নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। আগামীকাল রবিবার মাশরাফির সঙ্গে স্ত্রী সুমনা হক সুমি একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

জানা যায়, মাশরাফি সকাল ৮টার দিকে আলাদাতপুর তার মামার বাসা থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে বের হবেন। এসময় মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ভোট দেওয়ার জন্য তার সঙ্গে যাবেন।

এদিকে মাশরাফি ও তার স্ত্রী পৌরসভার ৪নং ওয়ার্ডের (আলাদাতপুর) এলাকার ভোটার হলেও মাশরাফির বাবা ও মা পৌরসভার মহিষখোলা এলাকার ৩নং ওয়ার্ডের ভোটার। মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ভোট দেবেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং মা হামিদা বেগম বলাকা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
নড়াইল-২ আসন থেকে বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের এই অধিনায়ক নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে