রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৮:৫৮

নড়াইল-২ আসনে এগিয়ে মাশরাফির নৌকা

নড়াইল-২ আসনে এগিয়ে মাশরাফির নৌকা

নড়াইল: নড়াইল-২ (লোহাগড়া উপজেলা কলোড়া, বিচালি, ভদ্রবিলা, সিঙগা শোলপুর ও শেখ হাটি ইউনিয়ন ব্যতীত নড়াইল সদর উপজেলা) আসনে ভোটের হিসাবে এখন পর্যন্ত এগিয়ে আছেন ক্রিকেট থেকে রাজনীতির অঙ্গনে আসা মাশরাফি বিন মর্তুজা।

বিকাল ৫টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, নৌকা প্রতীকের প্রার্থী ১,৬৬১  ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান পেয়েছেন ৬৪ ভোট।

এই আসনের অন্যান্য এমপি প্রার্থীরা হলেন- ইসলামি আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) এস এম নাসির উদ্দিন, জাতীয় পার্টির (লাঙ্গল) খন্দকার ফায়েকুজ্জামান, ইসলামী ঐক্যজোটের (মিনার) মাহবুবুর রহমান, ন্যাশনাল পিপলস্‌ পার্টি-এনপিপির (আম) মনিরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির (তারা) ফকির শওকত আলী।

এবারের নির্বাচনে মোট ৩,১৭,৭৬৩ জন ভোটাধিকার প্রয়োগ করছেন এই আসনে। এদের মধ্যে ১,৫৭,০৮৪ জন পুরুষ ও ১,৬০,৬৭৯ জন নারী ভোটার।

বিগত ১০ম সংসদ নির্বাচনে মোট ২,৭২,৬২২ জন ভোটার ১৩৮টি কেন্দ্রে ভোট দেন। ওই নির্বাচনে নৌকা প্রতীকে ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান ৯৫,১১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (কলস) সোহরাব হোসেন বিশ্বাস ২২,৩২০ ভোট পেয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে