রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ০৭:১৯:৩৩

বগুড়া-১ আসনে আ.লীগ প্রার্থী আব্দুল মান্নান বেসরকারীভাবে বিপুল ভোটে জয়ী

বগুড়া-১ আসনে আ.লীগ প্রার্থী আব্দুল মান্নান বেসরকারীভাবে বিপুল ভোটে জয়ী

বগুড়া: সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে কোন প্রকার বিরতি ছাড়া চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন ফলাফল আসতে শুরু করেছে। দিনভর ভোটগ্রহণের পর বিকাল ৪টা থেকে গণনা শুরু হয়েছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী বগুড়া-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান বেসরকারীভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন। নৌকা প্রার্থী আব্দুল মান্নান ২ লক্ষ ৬৭ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী রফিকুল ১৬ হাজার ৬৯০ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ১৭ হাজার ৫৪৫। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ১৫৮ এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৩৮৭।

সারা দেশের আসনগুলোতে প্রিসাইডিং অফিসাররা কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করছেন।

সর্বশেষ পাওয়া ফলাফলে, ৮০টি আসনের মধ্যে ৭৪টিতে আওয়ামী লীগ, ৫টিতে জাতীয় পার্টি এবং একটিতে ঐক্যফ্রন্ট এগিয়ে আছে। এসব আসনের অর্ধেকের বেশি সংখ্যক কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে।

একমাত্র মৌলভীবাজার-২ আসনটিতে ঐকফ্রন্ট প্রার্থী এগিয়ে আছে। ৯৩ কেন্দ্রের মধ্যে ৮টি ফলাফল ঘোষিত হয়েছে। তাতে আওয়ামী লীগের এম এম শাহীন পেয়েছেন ৩৬২২ এবং ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর পেয়েছেন ৫৩০০ ভোট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে