রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ১০:৪৬:১৭

ময়মনসিংহ-৪ আসনে ফের বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন রওশন এরশাদ

ময়মনসিংহ-৪ আসনে ফের বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন রওশন এরশাদ

ময়মনসিংহ: ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির নেত্রী বেগম রওশন এরশাদ।

১৭৬টি ভোট কেন্দ্রের ফলাফলে তিনি ২ লাখ ৪৪ হাজার ৭৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৫৩ ভোট।

রবিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে মোট ৬৭ দশমিক ৫৪ শতাংশ ভোট পড়েছে। বাতিল হয়েছে ৪ হাজার ৯৫৯ ভোট।

এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে নগরীর রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে ভোটের ফলাফল মেনে নেওয়ার অঙ্গীকার করেন রওশন এরশাদ।

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় এ আসন থেকে তিনি দ্বিতীয়বার এবং সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে