রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ১১:৩৯:১৯

হিরো আলম-তানসেনকে হারিয়ে জয় মোশারফের

হিরো আলম-তানসেনকে হারিয়ে জয় মোশারফের

নিউজ ডেস্ক: ডিশ ব্যবসায়ী থেকে চলচ্চিত্র তারকা বনে যাওয়া বহুল আলোচিত হিরো আলমকে হারিয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জয়ী হয়েছে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন। হিরো আলম এবার প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন। না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

এই আসনের মোট ১০৫টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭২২ ভোট ও নৌকা প্রতীক নিয়ে মহাজোট প্রার্থী জাসদের রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৪ হাজার ৬৭৯ ভোট। আর হিরো আলম পেয়েছেন ৬৩৮ ভোট।

আজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর  রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার ও কাহালু উপজেলার নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ সাংবাদিকদের ফলাফল জানান। উল্লেখ্য, আজ দুপুরে তার ওপর হামলার অভিযোগ তুলে ভোট বর্জন করেন হিরো আলম।

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তার ওপর হামলার অভিযোগ এনে তিনি বলেন, সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হঠাৎ করেই একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে এবং তাকে মারধর করে। এ জন্যই তিনি ভোট বর্জন করেন। দুর্বৃত্তদের হামলার বিষয়ে হিরো আলম বলেন, আমাকে এত ভয়ের কী আছে। আমি তো কারও ক্ষতি করিনি। জনগণ যদি আমাকে পছন্দ না করেন ভোট দিবেন না। সন্ত্রাসীরা আক্রমণ করবে কেন?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে