রবিবার, ০৬ জানুয়ারী, ২০১৯, ০৮:০০:৩৯

নওফেল প্রথমবার এমপি হয়েই মন্ত্রী

 নওফেল প্রথমবার এমপি হয়েই মন্ত্রী

নিউজ ডেস্ক: টানা তৃতীয়বারের মতো জয়ী আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রীসভার নাম ঘোষণা করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীসহ ৪৭ জনের মন্ত্রীসভার নাম ঘোষণা করা হয়।

এবার বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মহীবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মহিউদ্দীন চৌধুরীর ছেলে নওফেল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আগামীকাল সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

আজ রবিবার (৬ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এ বিষয়ে তিনি জানান, সোমবার বিকাল সাড়ে ৩ টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

এবার নতুন মন্ত্রদের মধ্যে ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন। মন্ত্রিসভায় রদবদল হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে