রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯, ০৩:৫০:৩৩

নিজ কর্মক্ষেত্রকে সেবাকেন্দ্রে পরিণত করতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির নির্দেশ

 নিজ কর্মক্ষেত্রকে সেবাকেন্দ্রে পরিণত করতে পুলিশ সদস্যদের প্রতি আইজিপির নির্দেশ

রাজশাহী : নিজ কর্মক্ষেত্রকে সেবাকেন্দ্রে পরিণত করতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রোববার পুলিশের ৩৬তম উপ-পরিদর্শকদের (এসআই) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বক্তব্যদানকালে এই নির্দেশ দেন তিনি।

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ প্রধান। এর আগে আইজিপি প্যারেড পরিদর্শন ও সদ্য প্রশিক্ষণ সম্পন্নকারী এসআইদের অভিবাদন গ্রহণ করেন তিনি।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আইনের শাসন নিশ্চিত করতে পুলিশকে সবার আগে এগিয়ে আসতে হবে। মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনা, মামলার বাদী, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা দেয়াসহ অর্পিত দায়িত্ব নির্মোহভাবে পালন করতে হবে।

এ সময় জনগণকে আইনি সহায়তা দেয়া, তথ্যের ভিত্তিতে দ্রুত আইনত ব্যবস্থা নেয়া, নারী-শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সকল সেবাপ্রত্যাশীর প্রতি সংবেদনশীল আচরণেরও নির্দেশ দেন আইজিপি।

আইজিপি বলেন, জনগণের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন আইনকে সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করেছে। প্রধানমন্ত্রী সুদূরপ্রসারী চিন্তার আলোকে পুলিশে ধারাবাহিকভাবে বর্ধিত হারে নারী সদস্য নিয়োগ দেয়া হচ্ছে। এছাড়া পুলিশের অপারেশনাল ক্ষেত্রসহ নীতি নির্ধারনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণও বাড়ছে।

এ সময় দেশ ও রাষ্ট্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা প্রস্তুত রেখে কর্মজীবন শুরুর জন্য নবীন পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান পুলিশ প্রধান।

অনুষ্ঠানে বেস্ট একাডেমিক ক্যাডেট হিসেবে পুরস্কৃত হন ক্যাডেট (এসআই) মোছা. রুবিনা ইয়াসমিন। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আরও চার এসআইয়ের মাঝে পুরস্কার বিতরণ করেন আইজিপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে