শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:৩১:২৬

ফতুল্লায় হঠাৎ মন্দিরে আগুন লেগে ছড়িয়ে পড়ে আশপাশে, জানুন বিস্তারিত

ফতুল্লায় হঠাৎ মন্দিরে আগুন লেগে ছড়িয়ে পড়ে আশপাশে, জানুন বিস্তারিত

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় মন্দিরের রান্নাঘরে হঠাৎ আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় মন্দিরে কীর্তন চলছিল। হঠাৎ আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে মন্দির থেকে বের হওয়ার সময় অন্তত ১২ জন পুণ্যার্থী পদপিষ্ট হয়ে আহত হন।

শুক্রবার রাত ১০টায় ফতুল্লার ইসদাইর এলাকায় রাধাকৃষ্ণ মন্দিরে এ ঘটনা ঘটে। আহতদের শহরের খানপুরে সরকারি ৩০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন- বিউটি দাস (৪২), শেফালী দাস (৩৫), নৌমিতা দাস (৪৫), পুষ্পা দাস (৫০), ববিতা দাস (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১০টায় মন্দিরে কীর্তনে প্রায় ৬ শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় মন্দিরের বাম পাশে মুলিবাশের বেড়া ও টিনের চাল দিয়ে তৈরি ছোট একটি রান্না ঘরে সিলেন্ডার গ্যাসের চুলায় সবজি রান্না হচ্ছিল। গরম তেলে সবজি দেয়ার সময় কড়াইয়ে আগুন ধরে রান্না ঘরের বেড়ায় লেগে যায়।

এতে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কে কীর্তনের আসর থেকে হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে পদপিষ্ট হয়ে ১০-১২ জন আহত হন। তৎক্ষণাত স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

মন্দিরের সভাপতি দিলিপ কুমার দাস জানান, স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পরিদর্শন করে চলে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে