সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:৩০:৫৫

বিমান ছিনতাই চেষ্টাকারী র‍্যাবের ক্রিমিনাল ডাটাবেজের 'অপরাধী'

বিমান ছিনতাই চেষ্টাকারী র‍্যাবের ক্রিমিনাল ডাটাবেজের 'অপরাধী'

চট্টগ্রাম: চট্টগ্রামের বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত বিমান ‘ছিনতাইয়ের চেষ্টাকারী’ মাহাদীর পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন র‍্যাবের পরিচালক লিগাল অ্যান্ড (মিডিয়া) মুফতি মাহমুদ খান। আজ সোমবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি আরো জানান, তার ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধানে করতে গিয়ে দেখা গেছে র‍্যাবের ক্রিমিনাল ডাটাবেজের এক অপরাধীর তথ্যের সঙ্গে মাহাদীর মিল রয়েছে। 

এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, প্লেন ছিনতাই চেষ্টায় কমান্ডো অভিযানে নিহত সন্ত্রাসী র‍্যাবের অপরাধী ডাটাবেজের অন্তর্ভুক্ত। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরিজপুরের দুধঘাটা ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম পিয়ার জাহান সরদার।

র‍্যাব আরও জানায়, প্লেনটি ঢাকা থেকে দুবাইগামী হলেও পলাশ ঢাকা থেকে চট্টগ্রামগামী অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন। টিকেট অনুযায়ী তার নাম ‘আহমেদ/মো. পলাশ’। ফ্লাইটের ‘১৭এ’ আসনের যাত্রী ছিলেন তিনি।

প্রসঙ্গত, গতকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট তা চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করান। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় রানওয়েতে অবস্থান করা প্লেনটি ঘিরে রাখে পুলিশ, র‌্যাব ও সেনা কমান্ডোর সদস্যরা। পরে কমান্ডো অভিযানে ছিনতাই চেষ্টাকারী নিহত হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে