সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০৯:২৩:১৩

চট্টগ্রামে ফ্লাইওভারেও জলাবদ্ধতা!

চট্টগ্রামে ফ্লাইওভারেও জলাবদ্ধতা!

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর মুরাদপুর থেকে লালখান বাজার মোড় পর্যন্ত নির্মিত ‘আখতারুজ্জামান ফ্লাইওভারের’ বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কয়েক ঘণ্টা ধরে ওই ফ্লাইওভারের উপর দিয়ে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরী এবং আশপাশের এলাকায় টানা বৃষ্টি হওয়ায় ফ্লাইওভারে এ জলাবদ্ধতা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে আখতারুজ্জামান ফ্লাইওভারের বিভিন্ন অংশে পানি জমে যায়। এতে প্রাইভেট কার, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কিছু যানবাহন বিকল হয়ে আটকে যায়। আবার ধীরগতিতে চালাতে হয়েছে গাড়ি।

জলাবদ্ধতার বিষয়টি সিডিএর নজরে আনলে এ প্রসঙ্গে আলাপকালে নির্বাহী প্রকৌশলী ও আখতারুজ্জামান ফ্লাইওভারের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, আখতারুজ্জামান ফ্লাইওভারটিতে প্রতি ১০০ গজ পরপর আমরা রেইন ওয়াটার পাইপ দিয়েছি। বৃষ্টি বেশি হওয়ায় সেই পাইপগুলোতে পানি আটকে গিয়েছিল। নিয়মিত সংস্কার করলে এ সমস্যা আর থাকবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে