শুক্রবার, ০১ মার্চ, ২০১৯, ০৮:৪৯:৩৮

দয়াল বাবা-জিনের বাদশা, গভীর রাতে ফোন করে অর্থ হাতিয়ে নিতেন তারা

দয়াল বাবা-জিনের বাদশা, গভীর রাতে ফোন করে অর্থ হাতিয়ে নিতেন তারা

নিউজ ডেস্ক: নিজেদেরকে শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উচ্চপদস্থ সরকারি চাকুরিজীবীদের হুমকি দিয়ে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। আর এর জন্য তারা গড়ে তোলে একটি চক্র। সেই চক্রে রয়েছে একজন দয়াল বাবা। তার সঙ্গে রয়েছে জিনের বাদশা।

প্রতারণা করতে তারা চারটি সিম কেনে এক ভিক্ষুকের নামে। সিমগুলো ব্যবহার করে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হতো। সবশেষ এক শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদা চেয়ে ফোন করে ব্যবসায়ীকে। অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে র‌্যাব। আর সংস্থাটির জালে ধরা পড়ে প্রতারক চক্রটি।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে আড়াইহাজারের (নারায়ণগঞ্জ-নরসিংদী) মহাসড়কের বান্টিবাজার এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব-১১ এর একটি দল। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন।

আটকরা হলেন, সৈয়দ আকতার হোসেন লিটন (৪৫), মুকলেসুর রহমান ওরফে দয়াল বাবা (৫২) ও দুলাল ওরফে দুলাল পাগলা (৩২)।

র‌্যাব কর্মকর্তা শামশের বলেন, “তারা গাজীপুর চৌরাস্তার আজিজ নামের এক ভিক্ষুকের জাতীয় পরিচয়পত্র ও আঙুলের ছাপ ব্যবহার করে মোবাইলের চারটি সিম তোলে এবং এই সিমগুলো দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করে আসছিল।”

র‌্যাব জানায়, গত ২৫ ফেব্রুয়ারি আড়াইহাজারের জনৈক মমতাজ হাসান কর্তৃক অধিনায়ক, র‌্য্যাব-১১ বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, একটি অপরিচিত মোবাইল নাম্বার (০১৮৮০৮৭৭০৮৬) থেকে দেশের শীর্ষ সন্ত্রাসী মিরপুরের শাহাদাত পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে।

আটককৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে