রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ০৪:৪১:২৪

ভারতীয় গোয়েন্দাদের কাছে তথ্য পাচারকালে বাংলাদেশি যুবক আটক

ভারতীয় গোয়েন্দাদের কাছে তথ্য পাচারকালে বাংলাদেশি যুবক আটক

রাজশাহী থেকে : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গোয়েন্দাদের কাছে তথ্য পাচারের সময় রাজশাহীর সাহেবনগর সীমান্ত এলাকা থেকে মিঠু নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

সীমান্তের এপারে মাঠে কর্মরত লোকজন ও গরুর ছবি মোবাইলে তুলে তা ওই যুবক পাচার করছিল বলে দাবি করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

আটক মিঠুন মিয়া চরআষাড়িয়াদহ ইউনিয়নের কানাপাড়া গ্রামের দুলাল হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে। শনিবার বিকালে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহীতে ১ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

বিজিবি সাহেবনগর ফাঁড়ি সূত্র ও স্থানীয়রা জানান, শনিবার সকালে সাহেবনগর সীমান্তের এপারে বাংলাদেশি লোকজন মাঠে কাজ করছিল। ওই সময় সীমান্তের ওপার থেকে কয়েকটি গবাদিপশু নিয়ে এপারে আসছিল কয়েকজন লোক। মিঠু ওইসব লোকজনের ছবি তুলে বিএসএফের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার ম্যাসেঞ্জারে পাঠাচ্ছিল।

বিষয়টি লোকজন লক্ষ করে স্থানীয় সাহেবনগর বিজিবি ফাঁড়িতে খবর দেন। পরে বিজিবি ঘটনাস্থল থেকে মিঠুকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। মিঠুর মোবাইল ফোনে ওই সময় একটি ভারতীয় কোম্পানির সিমকার্ড সক্রিয় ছিল। 

মিঠু প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছে, সে ভারত থেকে আসা গরুর ছবি তুলে বিএসএফের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার কাছে পাঠাচ্ছিল। এই কাজ সে কিছুদিন ধরেই করে আসছে।

এদিকে মিঠুর মোবাইল ফোনটি সক্রিয় থাকার সময় বিএসএফের একজন গোয়েন্দা কর্মকর্তার ফোন আসে। পরে ফোনটি নিষ্ক্রিয় করে সেটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সাহেবনগর বিজিবি ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার শফিক ঘটনার কথা স্বীকার করে জানান, মিঠুকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ব্যাটালিয়ন সদর দফতর রাজশাহীতে পাঠানো হয়েছে। তার ব্যাপারে কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে