রবিবার, ৩১ মার্চ, ২০১৯, ০৯:২৭:৫৪

যে কারণে ঢাকার শাহজালালে নামতে না পেরে বিমানটি নামলো রাজশাহীতে

যে কারণে ঢাকার শাহজালালে নামতে না পেরে বিমানটি নামলো রাজশাহীতে

রাজশাহী : খারাপ আবহাওয়ার কারণে ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে রাজশাহীতেই ফিরে গেছে ইউএস-বাংলার বিমান। এক ঘণ্টা আকাশে ওড়ার পর বিমানটি আবার রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে ফেরত এসেছে। 

এছাড়া একই কারণে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি প্লেনও বর্তমানে রাজশাহী শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবস্থান করছে। ফলে বর্তমানে আবহাওয়া উন্নতির আশায় শাহ মখদুম বিমানবন্দরে এই দুইটি প্লেন আটকে রয়েছে। এতে যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, রবিবার বিকাল ৫টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলার অভ্যন্তরীণ রুটের ওই প্লেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ঢাকা পৌঁছার পরও নামতে পারেনি। 

শেষ পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক শাহজালাল (রহ.) বিমানবন্দরে ল্যান্ড লাইন থেকে ফিরে প্রায় এক ঘণ্টা আকাশে উড়ে সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে ফেরত এসেছে। 

একই কারণে রাজশাহী থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি বলেও জানান বিমানবন্দরের ব্যবস্থাপক। এই প্লেন যাত্রী নিয়ে বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে রাজশাহী যায়। 

এটি বিকাল পৌনে ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। আর ইউএস-বাংলা বিকাল সাড়ে ৪টায় রাজশাহীতে গিয়ে আবার বিকাল ৫টায় ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছিল। যেটি সন্ধ্যা ৬টায় ফেরত এসেছে শাহ মখদুমে। ইউএস বাংলা ও বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট সন্ধ্যায় বাতিল করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে