বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯, ১০:০৯:০৬

এমন ব্যবস্থা নিন, যাতে হয়রানি করার আগে বুক কাঁপে: ভিপি নুর

এমন ব্যবস্থা নিন, যাতে হয়রানি করার আগে বুক কাঁপে: ভিপি নুর

নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফীকে (১৮) অগ্নিসংযোগে হত্যা চেষ্টার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, এ ঘটনার সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমন ব্যবস্থা নিন, যাতে হয়রানি করার আগে বুক কাঁপে। যা অন্যদের প্রতি একটি ম্যাসেজ হয় এবং কেউ যাতে এ ধরণের ঘটনা ঘটানোর আগে তার বুকটা কাপে।

বুধবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে ফুটপাতে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করেন।

ভিপি নুরুল হক নুর আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বোনদের যেন এমন হয়রানি, নির্যাতনের শিকার হতে না হয়। এ ধরণের ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হলে ঘটনাগুলো ঘটতেই থাকবে। আমরা চাই এ সমাজ ও রাষ্ট্রের প্রত্যেকটি অন্যায়-অবিচারের বিচার হোক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নুর বলেন, আপনাদের সামনে এমন ঘটনা ঘটলে কখনো চেপে যাবেন না। কারণ আপনারা চেপে গেলে যারা এমন কাজ করে তারা উৎসাহ পাবে।

মানববন্ধনে আরো সংহতি জানান, ডাকসুর সমাজসেবা সম্পাদক ও আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন, বঙ্গবন্ধু হল সংসদের জিএস মেহেদী হাসান শান্ত প্রমূখ। মানববন্ধনে আইন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে