রবিবার, ০৫ মে, ২০১৯, ০৭:৫৯:০০

মালয়েশিয়ায় খেজুরের বাক্সের চাপায় ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় খেজুরের বাক্সের চাপায় ২ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় খেজুরের বাক্সের চাপায় বাকের আলী ও বোরহান উদ্দিন রাব্বানী নামে ২ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার স্থানীয় সময় সকাল ১১টায় মালয়েশিয়ার পেনাং শহরের পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রিয়াল এলাকা বুকিত মিনাইং বুকিত মারতাজামের একটি গোডাউনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের বাকের আলী ও কুমিল্লার বোরহান উদ্দিন রাব্বানী। তাদের বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। ওই গোডাউনে খেজুর নামানোর সময় কাঠের পেলেট ও খেজুরের বাক্সের চাপায় তারা নিহত হন বলে জানা গেছে।

স্থানীয় দৈনিক কসমো পত্রিকা সূত্র জানায়, প্রতিদিনের মতো খেজুর লোড আনলোড করার কাজে ব্যস্ত ছিলেন নিহত ২ বাংলাদেশিসহ আরও অনেকেই। হঠাৎ কাঠের প্লেটসহ খেজুরের বাক্সের নিচে চাপা পড়ে।

এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ দু'জনকেই মৃত্যু ঘোষণা করেন। নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য সেবারাং পেরাই হাসপাতালে রাখা হয়েছে।

এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেনাং কন্স্যুলারের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। 

নিহত দুই বাংলাদেশি একই কোম্পানিতে কাজ করতেন। তারা দুজন বৈধভাবে আছেন। আইন অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবে। মালিক নিজ খরচে দুটি লাশ দেশে পৌঁছে দিবে। পরিবারকে ক্ষতিপূরণ দিবে।

তাদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তাদের লাশ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানান শ্রম কাউন্সিলার জহিরুল ইসলাম। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে