মঙ্গলবার, ১৪ মে, ২০১৯, ১২:৩৮:৩৫

কালিহাতীর পর এবার বাসাইলে ধানক্ষেতে আগুন দিয়ে কৃষকের প্রতিবাদ

কালিহাতীর পর এবার বাসাইলে ধানক্ষেতে আগুন দিয়ে কৃষকের প্রতিবাদ

টাঙ্গাইল : ধানের দাম কম হওয়ায় টাঙ্গাইলের কালিহাতীর পর এবার বাসাইলে পাকা ধানক্ষেতে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন এক কৃষক।
সোমবার বিকালে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কাশিল গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের কৃষক নজরুল ইসলাম খান নিজের পাকা ধানক্ষেতে আগুন ধরিয়ে এ প্রতিবাদ জানান।

প্রতিবাদী কৃষক নজরুল বলেন, বাজারে প্রতি মণ ধানের দাম ৫০০ টাকা। অথচ এক মণ ধানের উৎপাদন খরচ এক হাজার টাকার ওপরে। এ ছাড়া বর্তমানে একজন ধানকাটা শ্রমিকের মজুরি ৮০০ থেকে ৮৫০ টাকা। আর একজন শ্রমিক একদিনে এক থেকে দেড় মণ ধান কাটতে পারে।

এ ছাড়া শ্রমিক সংকটের কারণে ক্ষেতের পাকা ধান আছে কিন্তু ধানে চাল নাই ও সময়মতো ঘরে তুলতে পারছি না। তাই কোনো উপায় না দেখে দেশের কৃষকদের পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে আমি নিজের পাকা ধানক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছি, যাতে ধানের দাম বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করেন। কাশিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মির্জা রাজিক পাকা ধানক্ষেতে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে