মঙ্গলবার, ০৯ জুলাই, ২০১৯, ১০:৫৯:১০

মেয়র সাঈদ খোকনের চায়ের দাওয়াতে যাচ্ছেন ৮৮ হাজার রিকশাচালক

মেয়র সাঈদ খোকনের চায়ের দাওয়াতে যাচ্ছেন ৮৮ হাজার রিকশাচালক

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের আমন্ত্রণে নগর ভবনে চায়ের দাওয়াতে যাচ্ছেন ৮৮ হাজার রিকশাচালক। বুধবার সকালে তারা দলবেঁধে মেয়রের চায়ের দাওয়াতে অংশ নেবেন।

তবে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তারা কেউই নগর ভবন থেকে কোন চিঠি বা ফোন পাননি। টিভি’র ঘোষণা মতেই তারা মেয়রের চায়ের এই দাওয়াত পেয়েছেন। ফোন বা চিঠি পেলে বুধবার মেয়রের চায়ের দাওয়াতে অংশ নিতে চান তারা।

মঙ্গলবার রাত ৮টায় কথা হয় রিকশা মালিক ঐক্য পরিষদের সভাপতি মোন্তাজ মজুমদারের সাথে। তিনি জানান, আমরা অবশ্যই মেয়রের আমন্ত্রণে চায়ের দাওয়াতে অংশ নেবো। তবে এখনো নগরভবন থেকে কোন চিঠি বা টেলিফোন পাইনি।

অন্যদিকে সংগঠনের যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন জানান, আশা করছি কালকে (বুধবার) সকালেই আমরা মেয়রের ডাক পাব। আমরা আমাদের দাবি মেয়র মহোদয়ের কাছে তুলে ধরবো। আমরা দাবি করবো বৈধ রিকশা না তুলে রবং অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হোক। আর এই অভিযানে আমরা বৈধ রিকশার মালিক এবং চালকরাও সরকারকে সহায়তা করবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে