রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ১০:৪৫:৫১

রাজধানীতে আজ লোকসানে গরু বিক্রি, বিক্রেতাদের মাথায় হাত!

রাজধানীতে আজ লোকসানে গরু বিক্রি, বিক্রেতাদের মাথায় হাত!

নিউজ ডেস্ক : রাজধানীতে আজ লোকসানে গরু বিক্রি, বিক্রেতাদের মাথায় হাত! আর কয়েক ঘণ্টা গেলে ঈদুল আজহা। শেষ মুহূর্তে চলছে গরু বা কোরবানির পশু কেনাকাটার ধুম। এই সময়ে রাজধানীতে বেশ কম দামেই গরু বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীরা।

শনিবারের তুলনায় রোববার (১১ আগস্ট) বাজারে গরুর ক্রেতা সংখ্যা তুলনামূলক কম। ফলে ব্যবসায়ীদের পশু নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিভিন্ন বাজারে অসংখ্যা বিক্রেতাকে গরু-ছাগল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

কয়েক দিনের তুলনায় রোববার সকাল থেকে গরুর দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। পশুর আধিক্য কিন্তু ক্রেতা কম থাকায় গত কয়েক দিনের তুলনায় দাম পড়ে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

গরু বিক্রেতারা বলছেন, গতকালের তুলনায় এক একটি গরুতে কমপক্ষে ৫ থেকে ১০ হাজার টাকা কম দাম দিতে চাচ্ছেন ক্রেতারা। অনেকে সেই দামেই গরু বিক্রি করছেন।

আফতাবনগর হাউজিং হাটের এক গরু ব্যবসায়ী জানান, শনিবার যে গরু এক লাখ ১০ হাজার টাকায়ও বিক্রি করিনি আজ সেই গরু ৯১ হাজারে ছেড়ে দিয়েছি। পাবনার সাথিয়া থেকে আসা গরু ব্যবসায়ী আনোয়ার খান বলেন, দুপুর থেকে যে কয়টি গরু বিক্রি করেছেন তার সবগুলোতেই লোকসান গুনতে হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে