শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯, ০১:৩৯:০৮

ভারতে পালা'নোর সময় বাঁশে ঝুলিয়ে যুবককে নির্যা'তন করা সেই মেম্বার আটক

ভারতে পালা'নোর সময় বাঁশে ঝুলিয়ে যুবককে নির্যা'তন করা সেই মেম্বার আটক

সিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিচারের নামে যুবকেকে হাত-পা বেঁ'ধে বাঁশের সঙ্গে ঝু'লিয়ে নি'র্যা'তনের ঘটনায় জড়িত ইউপি সদস্য (মেম্বার) আব্দুস সালাম ওরফে ফকির মস্তানকে আট'ক করেছে পুলিশ।
পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে পা'লানোর সময় কানাইঘাটের কাড়াবাল্লা এলাকা থেকে আবদুস সালামকে আট'ক করেছে। তিনি উপজেলার চারিগ্রামের মৃ'ত মহিবুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সকাল থেকে তাকে আট'ক করতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অভিযা'ন চালায়। এরই মধ্যে ইউপি সদস্যকে বিভিন্নভাবে সহযোগিতার কারণে জকিগঞ্জ ও কানাইঘাটের আরও তিন ইউপি সদস্যকে আট'ক করা হয়। গতকাল বুধবার রাতে অভিযা'ন চালিয়ে আব্দুস সালামের স্ত্রীকে আট'ক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন, ‘যুবককে নি'র্যা'তনের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। এরপর আসা'মিদের ধ'রতে অভি'যান শুরু হয়। সালাম মেম্বার ও তার স্ত্রীসহ পাঁচজনকে আট'ক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টুপি মাথায় এক ব্যক্তি বাঁশের সঙ্গে এক যুবককে হাত-পা বেঁ'ধে লাঠি দিয়ে পে'টাচ্ছে'ন। বাড়ির উঠানে এ দৃ'শ্য দেখছেন বেশ কয়েকজন। ঝু'লি'য়ে রাখা ওই যুবককে পায়ের তা'লুতে আ'ঘা'ত করতে দেখা যায়। এতে নি'র্যাত'নের শিকার ওই যুবক চি'ৎকার করে কাঁ'দছেন। কিন্তু নি'র্যাত'নকারী ব্যক্তি কিছুতেই থাম'ছেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে