রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ০৩:০৪:০৯

লাইনে দাঁড়িয়ে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনছেন ক্রেতারা

লাইনে দাঁড়িয়ে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনছেন ক্রেতারা

রাজশাহী: রাজশাহীতে ডিলারদের মাধ্যমে আজ (২৪ নভেম্বর) সকাল থেকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। লম্বা লাইনে দাঁড়িয়ে ৪৫ টাকা কেজি দরে সেই পেঁয়াজ কিনছেন ক্রেতারা।

অপরদিকে রাজশাহীর বিভিন্ন বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। টাকা বাঁচাতে তাই ক্রেতারা ভিড় জমিয়েছেন টিসিবির ট্রাকের সামনে। এদিকে বাড়তি ভিড় ও হট্টগোল সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

সকাল ৯টা থেকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, কোর্ট এলাকা, ভদ্রা মোড়, রেলগেট ও আমচত্ত্বর এলাকায় ট্রাকে করে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ। শনিবার এই পেঁয়াজ বিক্রি শুরুর কথা থাকলেও পেঁয়াজ এসে পৌঁছাতে বিলম্ব হওয়ায় বিক্রি শুরু হয়েছে একদিন পরে আজ।

ডিলাররা জানিয়েছেন, নির্ধারিত দামে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। টিসিবির রাজশাহী আঞ্চলিক অফিস প্রধান প্রতাপ কুমার জানান, প্রতিদিন এই পাঁচ পয়েন্টে এক টন করে পেঁয়াজ বিক্রি হবে। দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে