সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ১০:০৫:১৫

বিপুল ভোটে জয়ী নৌকার এমপি প্রার্থী মোছলেম উদ্দিন

বিপুল ভোটে জয়ী নৌকার এমপি প্রার্থী মোছলেম উদ্দিন

চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ১৭০টি কেন্দ্রের ফলাফলে ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোছলেম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের বিএনপিপ্রার্থী মো. আবু সুফিয়ান পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট।

সোমবার রাতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) উপ-নির্বাচনে নগর ও গ্রাম দুই অংশেই ব্যা'পক সং'খ্যাগ'রিষ্ঠতা পেয়েছেন মোছলেম উদ্দিন। তিনি ১৭০টি কেন্দ্রের ফলাফলে ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু সুফিয়ান পান ১৭ হাজার ৯৩৫ ভোট। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১০১টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মোছলেম উদ্দিন পান ৩৬ হাজার ২২৯ ভোট। বিপরীতে এসব কেন্দ্রে আবু সুফিয়ান পান ১১ হাজার ৪৩১ ভোট। সোমবারের উপ-নির্বাচনে এই আসনের ভোটারদের মধ্যে ২২ দশমিক ৯৪ শতাংশ ভোট দিয়েছেন।

এছাড়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীক নিয়ে পান ১ হাজার ১৮৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক দিয়ে পান ৯৯২ ভোট, ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীক নিয়ে পান ৬৫৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক আপেল প্রতীক নিয়ে পান ৫৬৭ ভোট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে