বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ০৭:৩১:১২

নির্বাচনের সময় এলে আমরা জনদরদির মতো অভিনয় করি : ওবায়দুল কাদের

নির্বাচনের সময় এলে আমরা জনদরদির মতো অভিনয় করি : ওবায়দুল কাদের

চট্টগ্রাম থেকে : 'আমরা রাজনীকিতরা নির্বাচনের সময় মানুষকে কাছে টানি। প্রতিশ্রুতির রঙিন ফানুস ওড়াই। জনদরদির মতো আমরা অভিনয় করি, নির্বাচনের পর সত্যিকারের বিষয়টা মানুষ বুঝতে পারে। নির্বাচন চলে গেলে আমরা অবলিলায় সবকিছু ভুলে যাই। প্রতিশ্রুতির কথা ভুলে যাই।'

বুধবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর বিক্রম) স্মরণে আয়োজিত নাগরিক শো'কসভায় প্রধান অথিতির বক্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'এ দেশে অনেক জনপ্রতিনিধি আছে। জনগনের সাথে যাদের যে সম্পর্ক, তা যখন ভাবি, মনে হয় আমাদের সব জনপ্রতিনিধি জনগণকে ভালোবাসে না। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষের বড় অভাব রাজতৈক অঙ্গনে। জয়নাল আবেদীন সৈনিক হয়েও তিনি ছিলেন আলাদা একজন মানুষ। একজন জনপ্রতিনিধির চাইতেও জনগণের সাথে তার সম্পর্ক ছিল আরও গভীর এবং নিবিড়।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'এই গ্রামে এলে বোঝা যায়, একজন মানুষ শেকড়ের টানে, তার জন্মভূমির জন্য কী দিতে পারেন। এ অন্ধকার গ্রাম, এ গ্রামকে আলোকিত করেছেন জেনারেল আবেদীন। এ অন্ধকার গ্রামে বিদ্যুতের আলো, শিক্ষার আলো ছড়িয়েছেন জেনারেল আবেদীন। আমি কাছ থেকে দেখেছিলাম, তার যে জীবন, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে প্রজ্ঞা, তার যে কমিটমেন্ট।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে