শনিবার, ২১ মার্চ, ২০২০, ০২:০৯:২২

স্বামী দেশে ফেরার খবর পেয়ে বাবার বাড়িতে চলে গেলেন স্ত্রী

স্বামী দেশে ফেরার খবর পেয়ে বাবার বাড়িতে চলে গেলেন স্ত্রী

রংপুর: প্রবাসী স্বামী দেশে ফিরলে খুশির সী'মা থাকে না স্ত্রীর। কিন্তু করোনাভাইরাসের আত'ঙ্কে ব্য'তিক্র'ম ঘ'ট'লো এবার। খুশি হওয়ার পরিবর্তে প্রবাসী স্বামী দেশে ফেরার খবর পেয়ে বাবার বাড়ি চলে গেছেন এক গৃহবধূ। ঘ'ট'নাটি ঘ'টেছে রংপুরের মিঠাপুকুর উপজেলায়। 

জানা গেছে, উপজেলার একটি গ্রামের ওই যুবক ৩ বছর আগে পাশের গ্রামের এক মেয়েকে বিয়ে করে মধ্যপাচ্যের দেশ কাতারে যান। বিয়ের পর স্ত্রী স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন। এরপর কখনও স্বামীর বাড়িতে কখনও বাবার বাড়িতে থাকতেন। কিছুদিন আগে ওই যুবক দেশে ফেরার কথা জানান প্রিয়তমা স্ত্রীকে। প্রা'ণঘা'তী করোনাভাইরাসের ভ'য়ে যখন সারা বিশ্ব কাঁ'পছে-তখনই স্বামীর দেশে ফেরার খবরটি যেনো আনন্দের পরিবর্তে বি'ষা'দে পরিণত হয় স্ত্রীর কাছে। আ'ত'ঙ্কে তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান। 

ওই এলাকার বাসিন্দা মোস্তাফিজার রহমান জানান, এখন বিশ্বজু'ড়ে করোনাভাইরাস আ'ত'ঙ্ক চলছে। এ কারণে, স্বামীর আগমনে খুশি না হয়ে স্ত্রীও আ'তঙ্কি'ত হয়ে পড়েন। তাই বাবার বাড়িতে চলে গেছেন স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হাকিম বলেন, করোনাভাইরাস নিয়ে আ'ত'ঙ্কের কিছু নেই। বিদেশ ফেরতদের সং'স্প'র্শে না গেলে এবং করোনা প্রতিরো'ধে স্বা'স্থ্য বি'ধি মেনে চললে করোনাভাইরাসে আক্রা'ন্ত হওয়ার কোন স'ম্ভাব'না নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে