বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২০, ০৭:৫১:২৫

করোনা মোকাবেলায় এমপি শেখ তন্ময়ের ব্যতিক্রমী উদ্যোগ

করোনা মোকাবেলায় এমপি শেখ তন্ময়ের ব্যতিক্রমী উদ্যোগ

বাগেরহাট থেকে : 'ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার'- বাগেরহাটে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু হয়েছে। সেবা চালুর পর গত দুদিনে শতাধিক রো'গীকে সেবাও দিয়েছে এই ভ্রাম্যামাণ মেডিকেল স্বাস্থ্যসেবা টিম। স্বাস্থ্যসেবা নিতে হটলাইনে কল করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে এমপি শেখ তন্ময় ও জেলা স্বাস্থ্য বিভাগ।
 
এখন থেকে জেলা স্বাস্থ্য বিভাগের হটলাইনের নম্বরগুলোতে (০১৭৬৮-১৫৬৮০৮, ০১৭৪২-৮২৭৭১২, ০১৩১১-০৭৮৮০২, ০১৭৬০-৬৪৬৫৬৯, ০১৭৯৯-৮০৪৬৬৪) ফোন করে সাধারণ মানুষ ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা পাচ্ছেন। বাগেরহাটে করোনা ভাইরাসের সং'ক্র'মণের ভ'য়ে হাসপাতাল বিমুখ রো'গীদের সুস্থ স্বাভাবিক রাখতে বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে বুধবার বিকাল থেকে জেলা স্বাস্থ্য বিভাগ এই ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করেছে।

কল করলে গাড়ি নিয়ে ডাক্তারই চলে যাচ্ছেন রোগীর বাড়িতে। বাগেরহাটে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু খরবটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ জন্য সাধারণ মানুষ এমপি শেখ তন্ময়কে ধন্যবাদ জানান। বাগেরহাট শহরের অদূরে ভৈরব নদীর চরে বসবাসকারী দরিদ্র অসহায় রশিদ তালুকদার ও কাসেম শেখ (৫০), সদর উপজেলার দক্ষিণ মাঝিডাঙা গ্রামের রোকেয়া বেগম (৪৮) বুধবার বিকালে জেলা স্বাস্থ্য বিভাগের হটলাইনে মোবাইল করে ভ্রাম্যমাণ মেডিকেল টিম স্বাস্থ্যসেবা নিয়েছেন। এভাবে ফোন করে স্বাস্থ্য সেবা পেয়ে তারা সবাই এমপি শেখ তন্ময়কে ধন্যবাদ জানান।

কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের অশিতিপর অসুস্থ রাজিয়া বেগমের স্বজন দেলোয়ার হোসেন বলেন, আমার আত্মীয়ের অ্যাজমা রয়েছে। মাঝে মাঝে তার শ্বাসকষ্ট বাড়ে। বৃহস্পতিবার হঠাৎ শ্বাসকষ্ট বাড়লে আমি ফেসবুকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগের এই ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু ও হটলাইনের ফোন নম্বরগুলো জানতে পারি। আমি ফোন করার পরই দ্রুত ডাক্তার বাড়িতে এসে অসুস্থ রজিয়া বেগমের চিকিৎসা করেছেন। চিকিৎসক বাড়িতে এসে চিকিৎসা দেয়ায় আমরা খুশি হয়েছি। এমপি শেখ তন্ময়ের এই উদ্যোগ অব্যাহত রাখবেন বলে আশা করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে