শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ০১:১১:৪৪

মদিনায় মৃত্যু: এই যুবকের শেষ ইচ্ছা ছিল হজ পালন ও মদিনা জিয়ারত

মদিনায় মৃত্যু: এই যুবকের শেষ ইচ্ছা ছিল হজ পালন ও মদিনা জিয়ারত

ইসলাম ডেস্ক: মালয়েশিয়ান যুবক মোহাম্মদ রামাদান আলী ম'রণব্যা'ধি লিউকে'মিয়ায় আ'ক্রা'ন্ত। তার শেষ ইচ্ছা ছিল মক্কায় ওমরা হজ পালন করা এবং মদিনা জিয়ারত। শেষ পর্যন্ত মদিনা যিয়ারত করতে পারলেও মক্কায় গিয়ে তাঁর ওমরা পালন করা হলো না। তাকে জান্নাতুল বাকিতে দাফ'ন করা হয়। খবর ইলমফিড।

২০ বছর বয়সী মোহাম্মদ রামাধান আলীর ম'রণব্যা'ধি লিউকে'মিয়ায় (leukemia) চূড়া'ন্ত পর্যায়ে আ'ক্রা'ন্ত। ডাক্তার তার বেঁ'চে থাকার ব্যাপারে কোনো আশ্বা'স দেয়নি ডাক্তাররা। বরং এক মাসের মধ্যেই তার মৃ'ত্যু হবে বলে জানায় তারা।মোহাম্মদ রামাধান আলীর শেষ ইচ্ছা হলো দুই পবিত্র ভূমি মক্কায় ওমরা পালন এবং মদিনা মুনাওয়ারা জিয়ারত করা।


শেষ ইচ্ছা মোতাবেক সে প্রথমেই পবিত্র নগরী মদিনা মুনাওয়ারায় যায়। সেখান থেকেই পবিত্র নগরী মক্কায় ওমরা পালনে যাওয়ার কথা।অপ্র'ত্যাশিতভাবে সে মদিনার আল-আনসার হসপিটালে ভর্তি অবস্থা'য় ই'ন্তে'কাল করেন। (ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁকে মসজিদে নববির পাশে জান্নাতুল বাকিতে দাফ'ন করা হয়।

মোহাম্মদ রামাধানের মৃত্যু প্র'তিক্রি'য়ায় তাঁর বোন মালয়েশিয়ার ‘দ্যা স্টার’কে জানায়, ‘তার পরিবার ভাইয়ের মৃ'ত্যু সংবাদ শুনে ম'নোক্ষু'ন্ন হয়েছে। কিন্তু এ কথা ভেবে খুশি যে, তার ভাই পবিত্র নগরী মদিনার মসজিদে নববির পাশে জান্নাতুল বাকিতে সমাহি'ত হয়েছেন।

আরো জানা যায়, মোহাম্মাদ রামাধান আলীর পিতা পবিত্র মক্কায় ছেলের ওমরা আদায় করতে যাবেন এবং মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকিতে সমাহিত সন্তানের কবর জিয়ারত করবেন।

এ এক অসাধারণ মৃ'ত্যু। নিশ্চি'ত মৃ'ত্যু জেনেও মোহাম্মাদ রামাধান ওমরা পালন এবং মদিনা জিয়ারতে উ'দগ্রী'ব ছিলেন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজ-ওমরা ও মদিনা যিয়ারত করার তাওফিক দান করুন। উত্তম মৃ'ত্যু দান করুন। আমিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে