রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৫৩:৩৫

উম্মতকে রাসূলে পাক (সা.) এর ৯ উপদেশ

 উম্মতকে রাসূলে পাক (সা.) এর ৯ উপদেশ

ইসলাম ডেস্ক: আল্লাহ মহান। তাঁর দয়ার কারনেই এই সুন্দর পৃথিবীতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.) এর আবির্ভাব ঘটেছিল। মুহাম্মাদ (সা) ঘৃ'ণাভরে প্র'ত্যাখ্যান করেছিলেন আরাম ও সুখের জীবন। তিনি যেমন সাহসী ও অকুতোভয় ছিলেন, তেমনি ছিলেন কোমল মনের মানুষ। তাঁর ব্যাক্তিত্বের প্রভাবে ইসলামের বিস্তার হয়েছে।

হযরত আবু হোরায়রা থেকে বর্ণিত- মিশকাত শরীফের একটি হাদিসে আছে রাসূলে পাক (সা.) উম্মতকে নয়টি উপদেশ দিয়েছিলেন। সেসব উপদেশ মেনে চললে জীবন হবে সুখময়।

১. আল্লাহকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ভয় করবে। ২. আল্লাহর ভয় মনে রেখে ইনসাফের কথা বলবে। রাগে বা আনন্দে আল্লাহকে ভুলে যাবে না।
৩. ধনী বা দরিদ্র যে অবস্থায়ই থাকো না কেন, ইসলামে সাবেত থাকবে অর্থাৎ বিশ্বাসে অবিচল থাকবে।

৪. আত্মীয়-স্বজন তোমাদের ত্যাগ করলে তোমরা তাদের ত্যাগ করো না। ৫. যারা তোমাদের শান্তি কেঁড়ে নেয়, তাদের তোমরা শান্তি দেবার চেষ্টা করবে।
৬. যারা তোমার উপর জুলুম করেছে তাদেরকে মাফ করে দেবে।

৭. বেশির ভাগ সময় নীরবতা অবলম্বন করে আল্লাহর চিন্তায় মগ্ন থাকবে। ৮. কথাবার্তা এবং কাজের ফাঁকে আল্লাহর জিকির অব্যাহত রাখবে।
৯. যেখানেই থাকো, মন্দ কাজ থেকে বিরত থাকবে এবং অন্যকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মহানবী (সা.) এর উপদেশ মেনে চলার তাওফিক দান করুন। আমিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে