শুক্রবার, ২২ মে, ২০২০, ০১:৩৭:২৫

সৌদিআরব, আরব আমিরাত, মিশর , জর্ডান ও তুরস্ক সহ যেসকল রাষ্ট্রে নিজ ঘরে ঈদের নামাজ পড়ার আদেশ

 সৌদিআরব, আরব আমিরাত, মিশর , জর্ডান ও তুরস্ক সহ যেসকল রাষ্ট্রে নিজ ঘরে ঈদের নামাজ পড়ার আদেশ

ইসলাম ডেস্ক : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও ভারতের দারুল উলুম দেওবন্দ ঘরে বসে ঈদের নামাজ পড়ার জন্য ফতোয়া দিয়েছে। দেওবন্দের ফতোয়ায় বলা হয়েছে, ঘরে বসে জুমার নামাজ পড়ার পদ্ধতিতে ঈদেও নামাজ পড়া যায়। 

সৌদিআরব, আরব আমিরাত, মিশর , জর্ডান ও তুরস্ক ঈদের এক দিন আগে থেকে পরের দিন পর্যন্ত দেশে কারফিউ জারি করেছে। কার্ফু ভঙ্গকারীর জেল ও জরিমানার বিধান করেছে।

তাদের ঈদ উদযাপনের গাইড লাইনের মধ্যে রয়েছে, ঘরে বসে ঈদের তাকওয়া করতে হবে। পরিবারের বাইরে ৫ সদস্যের বেশি লোকের জমায়েত হওয়া যাবে না। মিশরে সমস্ত পরিবহন বন্ধ থাকবে। আরব আমিরাতে ঈদের সলামি কাগুজে নোটে দিতে নিষেধ করেছে। তবে হাউজিং এরিয়ায় ব্যায়ামের জন্য ২ ঘন্টার জন্য বের হওয়া যাবে। সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 
শপিং মল ও মুদি দোকান খোলা থাকবে। সকাল ৬ টা থেকে ৮ টা পর্যন্ত। কিন্তু বাচ্চা ও বৃদ্ধরা সেখানে যেতে পারবে না। মসজিদে শুধু মোয়াজ্জেম থাকবেন আজান দেওয়ার জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে