শুক্রবার, ০৫ মার্চ, ২০২১, ১১:৩২:২৩

ফিলিস্তিনের প্রখ্যাত আলেম, মসজিদে আকসার প্রবীণ ও সংগ্রামী সেবক শায়খ বদর আর নেই

ফিলিস্তিনের প্রখ্যাত আলেম, মসজিদে আকসার প্রবীণ ও সংগ্রামী সেবক শায়খ বদর আর নেই

আরব জাতীকে আহ্বানকারী সাহসী সন্তান, ফিলিস্তিনের প্রখ্যাত আলেম, মসজিদে আকসার প্রবীণ ও সংগ্রামী সেবক শায়খ বদর আল রাজাবি আর-রাফায়ি (৯৭) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দখলদার ইসরায়েলি সেনাদের বুলেটের সামনে মসজিদে আকসার গেটে দাঁড়িয়ে তিনি আরব জাতিকে বায়তুল মুকাদ্দাস রক্ষায় এভাবে আহ্বান করতেন- ‘হে আরব জাতি! আপনার কোথায়? বায়তুল মুকাদ্দাস উদ্ধার করুন। এই যে দেখুন, আমি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আপনাদের সহযোগিতায়।’

মসজিদে আকসার সেবক ও অতন্দ্র প্রহরী, আরব জাতিকে আহ্বানকারী শায়খ বদর আল-রাজাবি শত অভিমান বুকে নিয়ে নিরবে নিভৃতে গত ২০ ফেব্রুয়ারি মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন পরপারে। মসজিদে আকসার গেটে ইসরায়েলি সেনাদের বুলেটের সামনে দাঁড়িয়ে আর কেউ ঘোষণা করবে না- ‘হে আরব জাতি! তোমরা কোথায়? মসজিদে আকসা রক্ষায় তোমরা এগিয়ে আসো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে