সোমবার, ৩১ মে, ২০২১, ১০:৪১:৫১

স্বর্ণের পাতায় লেখা পবিত্র কোরআন, মূল্য এক কোটি ১৫ লাখ টাকা

স্বর্ণের পাতায় লেখা পবিত্র কোরআন, মূল্য এক কোটি ১৫ লাখ টাকা

মহামারির এ আবহে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে চলতি বছরের আবুধাবি আন্তর্জাতিক বইমেলা। তবে এবারের মেলায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মেলার প্রদর্শনীতে পাঁচ লাখ দিরহাম মূল্যের স্বর্ণের পাতায় লেখা পবিত্র কোরআন শরীফের একটি কপিও রাখা হয়েছে।

২৪ ক্যারেট সোনার তৈরি পৃষ্ঠায় কোরআনের মূল্যবান এ কপিটি লেখা হয়েছে। এর মূল্য বর্তমানে বাংলাদেশি মুদ্রায় এক কোটি ১৫ লাখ ৬২ হাজার ১৪৩ টাকা বা এক লাখ ৩৬ হাজার ১২১ ডলার।

বইমেলায় অংশ নেয়া অস্ট্রিয়ার প্রকাশনা প্রতিষ্ঠান আদিনা গারাজের নির্বাহী পরিচালক পাওল স্ট্রোলিজ বলেন, এ বছরের আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়ে আমরা কয়েক শতাব্দির পুরনো দুর্লভ অনেক পাণ্ডুলিপি প্রদর্শনীতে নিয়ে এসেছি। আদিনা গ্রাজের প্যাভিলিয়নে অনেক দুর্লভ পাণ্ডুলিপি ও প্রাচীন বইপত্র পাওয়া যাবে। এর মধ্যে পাঁচ লাখ দিরহাম মূল্যের পবিত্র কোরআনের একটি কপি আছে। পবিত্র কোরআনের এমন কপি বিশ্বে মাত্র ১০টি আছে।

বইমেলার প্রাচীন পাণ্ডুলিপির প্যাভিলিয়নে স্বর্ণাক্ষরে লেখা পবিত্র কোরআনের কপিটি দেখা যাবে। মেলার এ স্থানে এসে দর্শনার্থীরা ইতিহাসের দুর্লভ পাণ্ডুলিপি, বই ও উল্লেখযোগ্য ঘটনাবলী সম্পর্কে জানতে পারবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে